দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ জন আটক হয়েছেন। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা সবাই মাদক বিক্রেতা বলে দাবি করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য বাসন্তি রানী রায় জানান, মাদকবিরোধী অভিযানে আটকদের কাছ থেকে ৫০৫ গ্রাম গাঁজা, ৯৪ বোতল ফেনসিডিল ও ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথকভাবে ২০টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম