নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। তার নাম আল-আমিন, বয়স ১৭ বছর। শুক্রবার সকালে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে মেঘনা নদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, সকালে প্রতিদিনের মত মেঘনা নদীতে মাছ ধরতে যায় আল-আমিন। সেখানে মেঘনা নদী বিশনন্দী ঘাট এলাকায় আল-আমিন বজ্রপাতে আক্রান্ত হন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা হাবিব ইসমাইল ভুইয়া।
আল-আমিন দড়ি বিশনন্দী গ্রামের আবেদ আলীর ছেলে।
বিডি প্রতিদিন/ ৮ জুন ২০১৮/ ওয়াসিফ