ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরের পূর্ব হাসামদিয়া এলাকায় একটি নির্মাণাধীন দেয়াল ধসে আয়নাল ফকির (৫২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত এবং ইশারত ফকির (৪৮) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের হারেজ ফকিরের এবং আহত ইশারত একই গ্রামের আইউব ফকিরের ছেলে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ভাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে। দেয়াল চাপা পড়ে আয়নাল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইশারত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর