রাঙামাটি জেলার বাঘাইছড়িতে একটি অবৈধ শ্যুটার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার হাজী পাড়া এলাকা থেকে এটা উদ্ধার করা হয়। তবে এসব কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানানো হয়, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার হাজী পাড়া সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয় পুলিশ। পরে এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটার গান উদ্ধার করে তারা। তবে এ অবৈধ অস্ত্রে মালিক সর্ম্পকে কোন তথ্য পায়নি পুলিশ।
এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ধারনা সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার করতে এসব অস্ত্র ব্যবহার করে থাকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন