বগুড়া শহর বিএনপির উদ্যোগে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বকুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, লাভলী রহমান, কেএম মাহবুবর রহমান হারেজ, রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, আলী মুররাজি তরুন, মোর্শেদ মিটন, মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদল নেতা আবু জাফর জেমস প্রমুখ।
ইফতারপূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তি চেয়ে জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন