চলমান মাদকবিরোধী অভিযানে গাইবান্ধায় পুলিশের গুলিতে তিন মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও দুটি দেশীয় বেকী উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধরা হলেন, শহরের মহুরীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে জিম মিয়া (২৭), ব্রিজরোড এলাকার নবাব আলীর ছেলে মশিউর রহমান (৩০) ও সরকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে সবুজ (২৮)।
শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের নতুন ব্রিজ রোডের পূর্বকোমরনই এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, গুলিবিদ্ধ তিনজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ইয়াবা ও দুটি বেকী উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন