নাটোরের গুরুদাসপুর উপজেলায় অস্ত্র-গুলিসহ আমানত মোল্লা ওরফে ফকির (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে র্যাব-৫ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আমানত মোল্লা উপজেলার চাঁচকৈড় (বাজার পাড়া) এলাকার মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে। এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে এই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে লোহার তৈরি দেশীয় একটি ওয়ান শ্যুটার পাইপ গান, পাঁচ রাউন্ড শর্ট গানের গুলি, একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, দুই রাউন্ড পি-৫৪ এর গুলি, এক রাউন্ড রিভালভারের গুলি, চাপাতি, খেলনা পিস্তল, মোবাইল ফোন ও মোমোরি কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতার আমানত মোল্লা ওরফে ফকিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আজমল হোসেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম