বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে শহরের শালবন কমিউনিটি সেন্টারে উক্ত সভা ও মাহফিলের আয়োজন করা হয়।
বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রিয় বিএনপির সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. খালেকুজ্জামান বাবু, মো. এ্যাড. মো. হালিম, বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদল সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধুলু, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্চাসেবক দল, কৃষক দল, তাঁতী দলসহ অন্যান্য সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়াসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা