বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে মাদরাসা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন। সেই পদক্ষেপের কারণে মাদরাসার শিক্ষার্থী এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোচাগঞ্জ উপজেলার সকল ঈদগাঁ ময়দানের ইমামদের সাথে সৌজন্য সাক্ষাত, ঈদ পোষাক বিতরণ ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর ঐচ্ছিক তহবীল হতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে টি,আর-এর অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ৪২টি চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সারোয়ার মোর্শেদ সভাপতিত্ব করেন। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ-সভাপতি মো. নইমউদ্দীন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মামুন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম