খুলনা মহানগরীতে সম্রাট খান (১১) নামের এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুর দফাদার পাড়ায় এ ঘটনা ঘটে। সম্রাট ওই এলাকার জাহিদ খানের ছেলে।
পুলিশ ঘরের ভেতর থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
খুলনার দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তবে ঘরের মধ্যে ধস্তাধস্তির কোন চিহ্ন পাওয়া যায়নি। যেখানে তার লাশ রয়েছে, তার চারপাশে ঘরের সবকিছুই স্বাভাবিক শুধু লাশের গলায় কালচে দাগ রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা