মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়াও জি আর মামলায় ২২ জন ও সিআর মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) আশরাফুল আলম জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে পুলিশ। এ সময় আটককৃতদের হেরোইন, ২১০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানায় ২২ জন এবং সিআর পরোয়ানায় ২০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে মাদক সেবনের দায়ে হরিরামপুরে আব্দুল মালেক নামে এক যুবককে ছয় মাস এবং সাটুরিয়ায় ইউসুফ নামে আরেক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ৯ জুন ২০১৮/ ওয়াসিফ