বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের মধ্যে ১১ জন মাদকসেবী দাবি করেছে পুলিশ। অভিযানে একটি গাঁজার গাছসহ চার বোতল ফেনসিডিল, ৪১০ গ্রাম গাঁজা, চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার নয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১১ জন মাদক মামলার আসামি এবং বাকিরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, মাদকদ্রব্যসহ আটকদের বিরুদ্ধ নতুন করে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম