কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত ২৫০ শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে শিক্ষার্থীদের নিয়ে গঠিত মানবসেবায় বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
মানব সেবায় বাংলাদেশ এর সংগঠক মুরাদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক, বাংলাদেশ প্রতিদিন ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মাহবুব হাসান ও সৈয়দ কামরুল হাসান।
আয়োজকরা জানান, সমাজের অধিকারবঞ্চিতদের জন্য কাজ করার মানসে কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন উদ্যমী শিক্ষার্থী ২০১৭ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ঈদের আনন্দ ও খুশি সমাজের অধিকারবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে নতুন পোশাক দেওয়া হয়। জরুরী রক্তের প্রয়োজনে এ সংগঠনের সদস্যরা রক্ত দিয়ে থাকে। এছাড়া পরিবেশের উন্নয়ন ও বৃক্ষরোপন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণসহ বিভিন্ন কাজে তারা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকে। প্রতিবছর এ প্রয়াস অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য শরিফুল ইসলাম মুন্না, মিনহাজ উদ্দিন, শেখ রিগান, এ কে এম জাকিরুল হক রুহান, মো. মিলন, রিয়াদ আহমেদ, জান্নাতুল ফেরদৌস জুঁই, শ্রাবণী সাহা, ফৌজিয়া জান্নাত একা, জনি দেবনাথ, মুজাহিদ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান