নোয়াখালী জেলা শহরের হরিনারায়ন পুরে টি.সি.এম হালিমা মাহমুদা বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ নারী পুরুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় 'রয়্যাল ডিস্ট্রিক নোয়াখালী' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ বৃদ্ধ নারী-পুরুষদের মাঝে ঈদ বস্ত্র তুলে দেন।
এ বৃদ্ধাশ্রমে প্রায় ২৫ জন অসহায় বৃদ্ধ বসবাস করছেন। ২০০৭ সালে বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত হয়।
ঈদ বস্ত্র বিতরণের সময় নোয়াখালী জর্জ কোর্টের প্রবীণ আইনজীবি আব্দুস সাত্তার, সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও টিসিএম কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সবাইকে নিয়ে ইফতার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা