নাটোরের লালপুরে উপজেলার ধুপইল হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধুপইল কালিমাতা মন্দির প্রাঙ্গণে ৪০ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও জুন মাসের ৫ তারিখ থেকে ধুপইল কালিমাতা মন্দির আঙ্গিনায় নাথ মন্দির প্রাঙ্গণে ৮ দিনব্যাপী ৪০ প্রহরে এই মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু হয়েছে যা আগামী ১২ তারিখ রাতে শেষ হবে।
জানা গেছে, একই তিথিতে বিগত ৫০ বছর যাবত এই অনুষ্ঠান পালন করে আসছে ধুপইল হিন্দু সম্প্রদায়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুনতে আসেন। এই মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে খাবার ও খেলনার শত শত দোকনপাট বসেছে। সব মিলিয়ে মন্দির প্রাঙ্গণে এক মিলন মেলায় পরিণত হয়েছে।
গতকাল (৮ জুন) রাত ১০টায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন স্থানীয় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, লালপুর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, ধুপইল হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি বাবু চিত্তরঞ্জন কুন্ডু, সাধারণ সম্পাদক সত্ত কুমার কুন্ডু প্রমুখ।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল