বগুড়ার গাবতলীতে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে বগুড়া-গাবতলী সড়কের চকবোচাই এলাকায় খাদিজা তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিটি আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে বগুড়াগামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা গাবতলীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুল জব্বার (৪৫) নিহত হন। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার জিল্লুর রহমানের ছেলে। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাশার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান
বিডি-প্রতিদিন/ ই-জাহান
নিজস্ব প্রতিবেদক,বগুড়া: