নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলাইয়ারপুর ইউনিয়ন মিয়াপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার দুপুরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ টাকাসহ ঈদ সামগ্রীর শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন।
কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মনির হোসেন মানিক তার ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় ৮শতাধিক দরিদ্র লোকের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ন্থানীয় আলাইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। তিনি গত কয়েক বছর থেকে এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান