ময়মনসিংহের গৌরীপুরে থানায় ঢুকে এএসআই হাসানুজ্জামানকে হাসানকে (৩৫) লাঞ্চিত করেছেন পৌর এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব (৪০)। পরে পল্লবকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠায় গৌরীপুর থানা পুলিশ। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাঁজা খাওয়ার অপরাধে তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে শনিবার বেলা ১২ টার এদের ছাড়াতে থানায় তদবিরে আসেন পল্লব। এসময় এএসআই হাসানুজ্জামানের সাথে পল্লবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই এসএসআইকে শারিরীকভাবে লাঞ্চিতও করেন ওই নেতা।
ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান জানান, এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে (শনিবার) সন্ধ্যার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল