আগামী শনিবার ১৪ জুলাই বরিশাল সিটি কপোরেশনসহ জেলায় ৩ লাখ ৫৩ হাজার ৫শ' ৫৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৪ হাজার ৩শ' ৩১ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৪৯ হাজার ২শ’ ২৫জন শিশু খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আজ সোমবার বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ওই দিন বরিশাল জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩২ হাজার ৪শ’ ৯৯ জন শিশুকে নীল রঙের ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাসুল খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৭১ হাজার ৮শ’ ৩২ জন শিশুকে লাল রঙের ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ক্যাসুল খাওয়ানো হবে।
ওই দিন বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ৪০ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন মোট ৪ হাজার ১শ’ জন কর্মী। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।
সিভিল সার্জন বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর পাশাপাশি আগামী শুক্রবার জুমা নামাজের সময় স্ব-স্ব মসজিদে ইমামরা মুসুল্লীদের অবহিত করবেন। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের কোন বিকল্প নেই বলে জানান সিভিল সার্জন ডা. মনোয়ার হেসেন।
সংবাদ সন্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. বজলুল রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বরিশাল সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান জানিয়েছেন, ১৪ জুলাই বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০ টি কেন্দ্রের মাধ্যমে ৪৮ হাজার ৭শ’ ৮৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৯শ’ ৫০ জন শিশুকে নীল রংয়ের ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন এবং ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ২শ’ ৭৫ শিশুকে লাল রঙের ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারী-বেসরকারী ২২ টি প্রতিষ্ঠানের ৪৭৪ জন কর্মী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার