নওগাঁয় মালবোঝায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে হেলপার গৌতম কুমার (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক সাইদুল ইসলামসহ দুইজন আহত হয়েছে। নিহত গৌতম জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার বাইপাস খলিশাকুড়ি গ্রামের নওগাঁ-বগুড়া মহাসড়কে শাফিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই বলেন, জেলার মান্দা উপজেলার ফেরিঘাট থেকে ঢাকা মেট্রো ন-১৩-৫২২৬ নম্বর ট্রাকে করে মাছ ও আম নিয়ে ঢাকার গাবতলীর উদ্যেশে রওয়ানা হয়। পথিমধ্যে খলিশাকুড়ি গ্রামের শাফিন ফিলিং স্টেশনের সামনে এসে একটি ব্যাটারি চালিত চার্জারকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার গৌতম মারা যান। এ সময় ট্রাকের চালক সাইদুল ইসলামসহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন