চাকরি জাতীয়করণের দাবিতে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের অধীনে জেলা, উপজেলা ও সদর দপ্তর পর্যায়ে বিভিন্ন প্রকল্প এবং দৈনিক চুক্তিভিত্তিক হিসেবে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকালে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন উপজেলা এবং জেলা কার্যালয়ে কর্মরত কর্মচারী কর্মকর্তারা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় এলজিইডি ঐক্য পরিষদের সভাপতি সাদেকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মখলেছুর রহমান গোলাপ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন