পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায় বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি বার্ডের সফল কর্মসূচির ফসল। বার্ড অতীতের মত পল্লীর জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।
শনিবার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর ৫১তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বার্ডের লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ্ ও প্রতিষ্ঠানের ৮০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বার্ডের মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্ব সম্মেলনে গেস্ট অব অনার ছিলেন সিরডাপ এর মহাপরিচালক টেভিটা জি বোসোওয়াকা তাজিনাভুলাও। এছাড়াও বক্তব্য রাখেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. এমএ মতিন, বাপার্ড এর মহাপরিচালক শেখ মো: মনিরুজ্জামান।
উল্লেখ্য বার্ড গত অর্থবছরে আটটি আন্তর্জাতিক, ১৯টি জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ কোর্সসহ মোট ১৬২টি কোর্সের মাধ্যমে ৫১৭৪জনকে প্রশিক্ষণ প্রদান করেছে। গত বছর বার্ড ১১টি গবেষণাকর্ম সম্পন্ন করেছে এবং ২৫টি গবেষণা চলমান আছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর