কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, অস্ত্র ও লম্বা কিরিচ উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে এই অভিযান চালায় র্যাব।
কক্সবাজার র্যাব-৭ ক্যাম্পের মেজর মোঃ মেহেদী হাসান জানান, শনিবার ভোর রাতে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আবুল খায়েরের বসতবাড়িতে কতিপয় দুষ্কৃতিকারী মাদকদ্রব্য বিক্রয় ও নাশকতা চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স স্থানীয় পুরুষ ও মহিলাদের সহযোগিতায় টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকার সৈয়দুর রহমান প্রকাশ কালু মিয়ার ছেলে মোঃ রশিদ(২৪), হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আবুল খায়েরের ছেলে মোঃ মিজানুর রহমান(১৯),তার বোন মোছাঃ কামরুন্নাহার (২১)-কে আটক করতে সক্ষম হয়। তাদের কাছে তল্লাশী চালিয়ে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটারগান,১টি দেশীয় তৈরী কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদক নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(খ)/২৫, এবং অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান,
আটককৃত আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। রবিবার আটক আসামিদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর