সাতক্ষীরার কলারোয়ায় তন্নী খাতুন (১৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। আজ (শনিবার) দুপুরে উপজেলার বামনখালি গ্রামে এ ঘটনা ঘটে।
তন্নী উপজেলার যুগখালী ইউনিয়নের বামনখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী হযরত আলীর কন্যা।
তন্নীর চাচা ইয়ার আলী জানান, বামনখালী হাইস্কুলের ছাত্রী সে। অর্ধ-বার্ষিকী পরীক্ষায় গণিতে নাম্বার কম পাওয়ায় তার মা বকাবকি করলে মায়ের উপর অভিমান করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আক্কাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল