ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশের শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করায় বাগেরহাটে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস সভায় সভাপতিত্বে সভায় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নার্গিস পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক শেখ আজমল হোসেন, যদুনাথ স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ অজয় চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় শহরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা করেন যে, অবিভাবক ও শিক্ষকরা উদ্যোগ নিলেই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে হবে, সরকার তাদের যৌক্তিকতা আন্দোলনর মেনে নিয়েছে। তাদের দাবি বাস্তবায়নে সরকারকে সময় দিতে হবে। এখন শিক্ষার্থীদের পড়াশুনা ও ক্লাশরুমে ফিরে যেতে হবে। এজন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বাগেরহাটে রবিবার সকাল থেকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা পৃথকভাবে শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে বৈঠক করবেন।
সড়ক দুর্ঘটনা কমাতে ফিটনেসবিহীন যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকরা যাতে গাড়ি চালাতে না পারে তার জন্য পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে। পরিবহন সেক্টরের নৈরাজ্য কমাতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম