ঢাকায় বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও উত্তাল ছিল বগুড়া শহর। শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত শহরের জিরো পয়েন্ট সাতমাথা অবরোধ করে বিভিন্ন যানবাহন চালকদের লাইসেন্স তল্লাশী করে শিক্ষার্থীরা। এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগানে উত্তাল হয়ে ওঠে সাতমাথা এলাকা।
শিক্ষার্থীদের অবস্থানকালে সাতমাথা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা ছাত্রদের কোন কাজে বাধা দেয়নি। ছাত্ররাও কোন ভাঙচুর কিংবা বেআইনী কাজ করেনি। অপরদিকে এই আন্দোলনের প্রভাব ছিলো মহাসড়কেও। শুক্রবার রাতে ঢাকাগামী কিছু কোচ চলাচল করলেও শনিবার সকাল থেকে বগুড়া থেকে ঢাকাগামী কোন কোচ চলাচল করেনি। বন্ধ ছিলো আন্তজেলা রুটে বাস চলাচল।
শনিবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে হাতে প্রতিবাদের বিভিন্ন শ্লোগান লেখা ফেস্টুন প্লেকার্ড নিয়ে সাতমাথায় অবস্থান নিতে শুরু করে। বিভিন্ন স্কুলের বাস সাতমাথা দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা তা থামিয়ে শিক্ষার্থীদের নামিয়ে নিয়ে তাদের দল ভারি করে। বেলা ১১টার মধ্যে সাতমাথায় ৫ শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়। তারা বিভিন্ন শ্লেগানের পাশাপাশি যানবাহন চালকদের লাইসেন্স যাচাই শুরু করে। যাদের কাছে লাইসেন্স পাওয়া যাচ্ছে না তাদের যানবাহন পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ ট্রাফিক আইনে মামলা দিয়ে ছেড়ে দেয়। ট্রাফিক আইনে এই মামলা থেকে পুলিশও বাদ পড়েনি। শিক্ষার্থীরা সেনাবাহিনী ও পুলিশের যানবাহন চালকের লাইসেন্সও যাচাই করে। তবে যারা লাইসেন্স দেখাতে পারছেন তাদেরকে শিক্ষার্থীদের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের লাইসেন্স যাচাই শুরু করলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকারি শাহসুলতান কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে আনে।
বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল, প্রিক্যাডেট স্কুল পৌর উচ্চ বিদ্যালয়, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ ক্যান্টঃপাবলিক স্কুল এ্যান্ড কলেজসহ বগুড়ার প্রায় স্কুলের খুদে শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নিয়েছে। পরে দুপুর দেড়টার দিকে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে আন্দোলনকারীরা শিক্ষার্থীদেরকে সাতমাথা থেকে ফিরিয়ে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল