টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৮ জন আহত হয়েছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নলুয়া, ঘেচুয়া ও বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, লাল রঙের একটি কুকুর দৌঁড়ে এসে পাঁচ থেকে ছয়জনকে কামড় বসিয়ে আহত করে। এ সময় লোকজন ধাওয়া করলে কুকুরটি পালিয়ে যায়। পরে বেড়বাড়ী খন্দকারপাড়া ও নলুয়া এলাকার আরো আট থেকে দশ জনকে কামড়িয়ে আহত করে। আহত নজরুল (২৬), অনিন্দ্য (২৮) রনি (৩২),মুক্তা আক্তার (২৫), স্বাধীন (২৫), আবদুস ছবুর মিয়া (৩০), রবিন মিয়া (২৩), জাফর আহমেদ (২৫), আয়শা আক্তার (১১), মোশারফ হোসেন (২৮) এবং স্কুল শিক্ষার্থী কাকলী আক্তার (১০), আহসান মিয়া (১৭), নাছির উদ্দিন (১২), জোনায়েদ আহমেদ (৪০) সহ ১৮ জনকে কামড়িয়ে আহত করেছে। ওইসব এলাকায় এখন পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহিনুর আলম বলেন, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল