নেত্রকোনার কেন্দুয়ায় ধান খেতের সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে তার মৃত্যু হয়।
নিহত খাইরুল উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাউরাট কোণাপাড়া গ্রামের জহর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে খাইরুলের সাথে প্রতিবেশী হাফিজুল ফারুকদের তর্ক বিতর্কের এক পর্যায়ে মারামারি হয়। এরই জের ধরে আজ শনিবার সকালে বাজারে গেলে খাইরুলের উপর প্রতিপক্ষ হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে। পরবর্তীতে অবস্থা আশংকাজনক হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে বিকালে খাইরুল মারা যান।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল