হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ওসি শাহ আলম জানান, ওই এলাকায় প্রতিদিনই তরুণদের নিয়ে একটি মহল জুয়ার আসর বসায়। যে কারণে নানা ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে। রাতে তিনিসহ একদল ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালালে আয়োজকরা পালিয়ে যায়। এসময় ৪ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে নগদ ২১ হাজার ১৮০ টাকা এবং জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার