নেত্রকোনার পূর্বধলায় শ্বশুরবাড়ির পুকুর পাড় থেকে নিখোঁজের চারমাস পর শনিবার রাতে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামী রহমত আলী ও শ্বাশুড়িকে গ্রেফতার করা করা হয়েছে। গৃহবধু কল্পনা আক্তার একই উপজেলার আব্দুর রহিমের মেয়ে।
পূর্বধলা থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, রহমত আলী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির সামনে পুকুর পাড়ে পুতে রাখে। এ দিকে গত চারমাস ধরে কল্পনাকে পাচ্ছিল না তার স্বজন এবং সন্তানেরা। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ বিভিন্ন টেকনোলজি ব্যাবহার করে গতকাল শনিবার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী রহমত আলী ও তার মাকে গ্রেফতার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ