নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ট্রাফিক সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, শিক্ষার্থী সহ সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবো এবং নিরাপদ সড়ক নিশ্চিত করবো।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিরাপদ সড়কের সবগুলো দাবি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। তোমরা ক্লাসে ফিরে যাও। এই আন্দোলনের সুযোগ নিয়ে কেউ ফায়দা নিতে চাইলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/৫ আগষ্ট ২০১৮/হিমেল