ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনর রশীদ। তিনি বলেন, রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সপ্তাহ শুরু করা হয়েছে। এই সপ্তাহে ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্স ছাড়া গাড়ি চালালে, কিংবা যে কোনোভাবে আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে সব গাড়ির লাইসেন্স নেই, ফিটনেস নেই সেগুলোর বিরুদ্ধে ট্রাফিক সপ্তাহের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার সকালে শহরের বনরূপা এলাকায় পুলিশ বক্সের সামনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন কালে জেলা প্রশাসক এ কে এম মামুনর রশীদ এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম, রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের পরেশ মজুমদার প্রমুখ।
এসময় রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি করাই ট্রাফিক সপ্তাহের লক্ষ্য। পুলিশের একার পক্ষে সব সম্ভব নয়। এর জন্য পথচারী, পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
রাঙামাটি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম ও রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের পরেশ মজুমদার বলেন, ট্রাফিক আইন, নীতিমালা বাস্তবায়নে শ্রমিক সংগঠন কোনো অবস্থাতেই বাধা হবে না। ট্রাফিক আইন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন