পরিবহন শ্রমিক ও মালিকদের অঘোষিত পরিবহণ ধর্মঘটে বান্দরবানের ৭ উপজেলায় আটকে পড়েছে প্রায় কয়েক হাজার পর্যটক। গত তিনদিন ধরে বান্দরবান-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে সব ধরনের যানবাহন চলচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিক মালিকেরা।
ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকেরা আটকে পড়ে। ঢাকা থেকে গত বুধবার বান্দরবানে বেড়াতে আসা পর্যটক আসমা আক্তার ও হারুনুর রশিদ জানান, পরিবার নিয়ে বান্দরবানে বেড়াতে এসে আটকে পড়েছেন তারা। টাকা পয়সাও শেষের পথে। ফলে অনিশ্চয়তায় মধ্যে হোটেলে দিন কাটছে তাদের।
জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ধর্মঘট প্রত্যাহারে আলোচনা চলছে। শিগগিরই অচল অবস্থা কেটে যাবে।
বিডি প্রতিদিন/৫ আগষ্ট ২০১৮/হিমেল