দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর'র উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে 'সততাই জীবনের ব্রত' দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এ সততা স্টোর'র উদ্বোধন করা হয়। সততা স্টোরে কোন বিক্রেতা নেই। স্কুলের শিক্ষার্থীরাই তাদের প্রয়োজনীয় জিনিসটি ক্রয় করে টাকা নির্ধারিত বাক্সে রেখে যাবে।
সততা স্টোর উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবীব।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর সোহাগ, মোফাজ্জল করীম মিনু, কাজী ওবায়দুল্লাহ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রেজাউর ইসলাম, স্কুল পরিচালনার কমিটির সদস্য মো. জুলফিকার হোসেন, বলেন চন্দ্র রায়, সাংবাদিক সাজ্জাদুল আজম সাজ্জাদ, ফরিদ আহমেদ ফরিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার