ঝিনাইদহে ট্রাক্টর চাপায় বদর উদ্দিন ওরফে বুদো (৫০) নামের এক বাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার বিকালে সদর উপজেলার আকলে বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুদো সদর উপজেলার মামুনশিয়া গ্রামের মৃত তরফ আলীর ছেলে।
বাজার গোপালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই নিরব হোসেন জানান, বিকাল ৫টার দিকে বদর উদ্দিন বাইসাইকেলযোগে বাজার করতে আসেন সদর উপজেলার চন্ডিপুর বাজারে। বাজার শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আকলে বাজারে এসে পৌচ্ছালে দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার