নাটোর ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নাটোরে জেলা পুলিশ শোভাযাত্রা ও সমাবেশ করেছে। আজ শহরের কানাইখালি স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের মাদ্রাসা মোড়ে আয়েজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এমপি।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অন্যন্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি হেডকোয়াটার) ফয়জুর রহমান, ট্রাফিক ইনসপেক্টর বিকন্য কুমার চোধুরী, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মকুলসহ জেলা পুলিশ কর্মকর্তা, সদস্য ও ট্রাফিক পুলিশ কর্মকর্তা সদস্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার