নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (হাবিপ্রবি)সামনের মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
আজ সকাল ১০টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে শহরের লাইসেন্সবিহীন ট্রাক, মোটরসাইকেল, কার, অটোরিকশাসহ প্রতিটি গাড়ি চেক করে ও চালক এবং ড্রাইভারদের লাইসেন্স সনাক্ত করার চেষ্টা করে। সরকারি প্রতিষ্ঠানের অনেক গাড়ীর চালকের লাইসেন্স দেখাতে না পারলে তারা ট্রাফিক এর কাছে তুলে দেয় মামলা করার জন্য। এসময় তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। সোয়া ১১টার দিকে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে যায়। এসময় ৪জন ছাত্রকে মারধর করে কলেজের কতিপয় ছাত্রলীগ নেতা বলে অভিযোগ করেন ছাত্র নাজমুল হোসেন।
অপরদিকে, সকাল ১১টার দিকে হাবিপ্রবির সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সড়কে অবস্থান নিলে দুই দিকের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করে। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করলে ছোট ছোট যানগুলো চলাচল শুরু করে। ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার