কক্সবাজারের টেকনাফ সড়কে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ফিটনেসহীন, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকাল ১০টা হতে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট বসিয়ে এসব মামলা করা হয়।
এ সময় ২টি নোহা, ২টি হাইয়েস, ৩টি ট্রাক, ৩টি ম্যাজিক গাড়ি, ৪টি সিএনজি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব যানবাহনের মধ্যে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজপত্র না থাকার অপরাধে এসবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান হাইওয়ে ফাঁড়ির আইসি শফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০৫ আগস্ট, ২০১৮/মাহবুব