প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সকল শাখায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ হওয়ার শিক্ষা নিতে হবে।
শনিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক চৌমুহনী চৌরাস্তায় ড. বশির আহমেদ কলেজের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, নবীণ বরণ ও কলেজের দ্বীতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহীন মিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচারপতি আশরাফুল কামাল, অ্যাডভোকেট আহমেদ উল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, কলেজের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এম ওহিদুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের উপাধ্যাক্ষ নজরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সর্দার, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুল মতিন, হাইকোর্টের অ্যাডভোকেট বরকত উল্যাহ, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মিয়া, সহ-সভাপতি নজির আহাম্মদ ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিন প্রমুখ।
আলোচনা ও বৃত্তিপ্রদান শেষে কলেজের দ্বীতল ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম