মুন্সীগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণ তার সুফল পেতে শুরু করেছে। তাই উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে নিজ নিজ স্থান থেকে অবদান রাখতে হবে। বাংলাদেশের উন্নয়ন ধরে রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
শনিবার বিকেলে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বড় মোকাম বাজার সংলগ্ন বালুর মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন মিলন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ. এম. আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওসমান গনি তালুকদার, আব্দুর রশিদ মোল্লা, মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, বি.এম. শোয়েব, আনোয়ার হোসেন, জাকির হোসেন, আনোয়ার হোসেন চান মিয়া, মিজানুর রহমান হাওলাদার, রুহুল আমিন মোড়ল, হাজী আবু ফায়সাল নিপু ফকির, ইসরাইল খান, মনির হোসেন মাস্টার, আশরাফ হোসেন খান, ফেরদৌস আলম খান, সলিমুল্লাহ খান সেন্টু, হাজী মো. তোপাজ্জল হোসেন শেখ, আনোয়ার হোসেন বেপারী, রফিকুল ইসলাম মোল্লা, হাজী মোজাম্মেল হক, আমির হোসেন তালুকদার, লুৎফর রহমান তালুকদার, কামরুজ্জামান অরুন, আকতারুজ্জামান মোল্লা, রাজু করিম মোল্লা, আলমঙ্গীর কবির খান, শাহজাহান খান সাজু, হুমায়ুন কবির খোকা মৃধা, হামিদুর রহমান জুয়েল, বিদ্যুৎ আলম মোড়ল, আবু নাসের রতন হাওলাদার, শেখ মো. আয়নাল হাসান, ওমর ফারুক রাজিব, নাজমুল ইসলাম শাওন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম