টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দু'টি দোকান থেকে এ চাল জব্দ করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রস্তমপুর বাজারের দুটি দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধ ভাবে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাজারের ব্যবসায়ী লাবু মিয়া ও শাহজাহানের দোকান থেকে ১৪২ বস্তা চাল জব্দ করা হয়।
এ ঘটনার পর থেকে দোকান মালিক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার