বগুড়ায় দই ব্যবসায়ি, রেস্টুরেন্ট মালিক ও অবৈধভাবে ফুটপাত দখল কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শহরের সাতমাথা, কাঁঠালতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে জরিমানা ও দণ্ড প্রদান করেন। ৪ এপিবিএন বগুড়ার সহযোগিতায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রায় ৫ ঘণ্টার অভিযানে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা ব্যবহার ও পরিবেশ দূষণের অপরাধে শেরপুর দই ঘঘের প্রোপাটর মো. রানার (২২) ২ হাজার টাকা, হোটেল ক্যাফে কস্তুরীর মিজানুর রহমানের (২৪) কে ২ হাজার টাকা, রফাত দই ঘরের মো. শামীমের (৩০) ২ হাজার টাকা, দই ঘরের আবুল খায়েরের (৭০) দুই হাজার টাকা, মহরম আলী দই ঘরের সিরাজুল ইসলামের (৩৪) ২ হাজার টাকা, ফলের দোকানদার মো. মাসুমের (২২) ২ হাজার টাকা, মো. রিপনের (৩৪) ২ হাজার টাকা, হোটেল সান এন্ড সির মো. তাজুলের (৩৪) কে ২ হাজার টাকা এবং কাঁঠালতলা এলাকায় ময়না হোটেরের শ্রী অজিতকে (৪০) ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে অভিযান শেষ হওয়ার পরপরই আবারো কাঁঠালতলা, সাতমাথা এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেছে। ময়না হোটেলের সামনে পৌরসভার নির্মাণ করা ফুটপাতটি হোটেল কর্তৃপক্ষ দখল করে নিয়ে সেখানে গ্যাসের চুলা বসিয়ে ব্যবসা করছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা পোস্ট অফিস ঘিরে অস্বাস্থ্যকর খাবারের দোকান বসছে। যেখানে কোন নিরাপত্তার ব্যবস্থা না নিয়েই জ্বালানো হচ্ছে প্রায় ১০০টি গ্যাসের চুলা। পাশাপাশি এই চুলাগুলো ভয়ানক হয়ে জ্বলছে। যা থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। দুই বিক্রেতা ও রেস্টুরেন্ট এবং ফুটপাত দখলের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব