কালীহাতী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালীহাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহীদ সফি সিদ্দিকী চত্বরে এই সমাবেশের আয়োজন করে। কালীহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কালীহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনছার আলী বিকম, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু নাসের, জেলা পরিষদ সদস্য ও কালীহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও কালীহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক, সে সন্ত্রাসী। আওয়ামী লীগের কোন নেতাকর্মী তাদের প্রশ্রয় দিলে সে দায়ভার তাদেরই বহন করতে হবে। তাই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে খুন করতে চায়, তারা দলে অনুপ্রবেশকারী জামায়ত-বিএনপি পন্থি। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল