কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় ঘাতক বাস গঞ্জেরাজ পরিবহনের মালিক ও চালকের জামিন বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারক হাকিম এমএম মোর্শেদ এ আদেশ দেন। সেইসঙ্গে হত্যা মামলার ধারা যুক্ত করার আদেশ দেন আদালত।
আসামিরা হলেন- ফরিপুর সদর উপজেলার বাসিন্দা বাস চালক মহিদ মিয়া ওরফে খোকন, চালকের সহকারী ইউনুস মাস্টার ও বাস মালিক জয়নাল আবেদীন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ এ মামলায় হত্যার ধারা যুক্ত করতে এবং একদিন আগে দেওয়া দুইজনের জামিন বাতিলের আবেদন করেন আদালতে। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে আদালত এ মামলায় হত্যার ধারা ৩০২ যুক্ত এবং বাসচালক ও মালিকের জামিন বাতিলের আদেশ দেন।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল