কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের একদিন পরই টমটম ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার সকাল সাড়ের ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হারবাংয়ে ইনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ায় হারবাং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের (৫০), হারবাং মুসলিমপাড়া এলাকার আবদুল সাত্তারের ছেলে তাজউদ্দিন (২৫)। তবে নিহত এক নারী (৪৭) ও তার মেয়ের (৮) পরিচয় জানা যায়নি।
চকরিয়া থানার উপ-পরিদর্শক সুকান্ত চৌধুরী বলেন, খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এরপর আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নুরে আলম বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও টমটম জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত