বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতীকী অনশন পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। শহরের ভাসানী মিলনায়তন চত্বরে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতীকী অনশনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মোকাদ্দেস আলী, আজিজুর রহমান দুলাল, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল