১৯ অক্টোবর, ২০১৮ ১৭:৪২

রাজবাড়ীতে ৪৯ জেলের বিভিন্ন মেয়াদে দণ্ড

ফরিদপুর প্রতিনিধি:

রাজবাড়ীতে ৪৯ জেলের বিভিন্ন মেয়াদে দণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ৪৯ জন জেলেকে আটক করা হয়েছে। পরে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

জেলেদের আটকের পাশাপাশি ৩০০ কেজি ইলিশ মাছ ও ২ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।  

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদরে ১৫ জন জেলেকে আটক করা হয়। এছাড়া পাংশায় ১৪ জন জেলে, কালুখালীতে ৫ জেলে, গোয়ালন্দে ১৫ জন জেলেকে আটক করা হয়। এদের কয়েকজনকে ১৫ দিন করে এবং বাকিদের ১২ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

রাজবাড়ী সদর ও গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব, মো. মহিউদ্দিন মোছা.  দিলশাদ জাহান এবং কালুখালীতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত সেতু। অভিযানে জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও আনসার ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন।


বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর