১৯ অক্টোবর, ২০১৮ ১৯:০১

চুয়াডাঙ্গায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন

চুয়াডাঙ্গা জেলায় এবার ১১৩টি পূজা মণ্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলা শহরে ১১টি স্থানে দুর্গাপূজা উদযাপন করা হয় বলে জানান জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডু

চুয়াডাঙ্গায় শুক্রবার বিকেলে জেলা শহরের সবকয়টি প্রতিমা একসঙ্গে রাস্তায় নামানো হয়। এরপর শহরে শোভাযাত্রা বের করা হয়। প্রতিমাগুলো শ্যালোইঞ্জিন চালিত আলমসাধুতে করে জেলা শহর প্রদক্ষিণ করে। 

এসময় হিন্দু ধর্মালম্বীরা নেচে গেয়ে পুরো শহর মাতিয়ে তোলেন। ঢাকের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে শহর। বাদ্যের তালে তালে সন্ধ্যায় শহর সংলগ্ন মাথাভাঙ্গ নদীতে প্রতিমা বিসর্জন দেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর