বাগেরহাটের মোরেলগঞ্জে সুরাজ কুমার মন্ডল (৫৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ৬ টার দিকে ডেউয়াতলা গ্রামের মুসা মৃধার বাদাজালে তার মৃতদেহ পাওয়া যায়। সে ওই গ্রামের মৃত সতীশ কুমার মন্ডলের ছেলে। থানা পুলিশ বেলা ৩টার দিকে কৃষক সুরাজের লাশ উদ্ধার করেছে।
সুরাজের ছেলে সুজন (৩০) ও সুমন মন্ডল (২২) বলেন, ভোররাতে তার পিতা কখন কি কারণে ঘর থেকে বের হয়েছেন, তা কারো জানা নেই। ভোর বেলা না পেয়ে খুঁজতে শুরু করেন সকলে। এক পর্যায়ে বাড়ির সামনে সাকোর নিচে পাওয়া যায়া তার জুতা ও অদূরে খালে পেতে রাখা বাদাজালে পাওয়া যায় মৃতদেহ।
ছেলে সুমন আরো বলেন, ‘বাবার সাথে কারো শত্রুতা নেই। তবে প্রতিবেশী লোকদের সাথে সাড়ে ২২ বিঘা জমি নিয়ে মামলা চলছে কয়েক বছর ধরে।
থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, সুরাজ মন্ডলের মৃত্যুর বিষয়ে পরিবারের কারো কোন অভিযোগ নেই। তবুও তার মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের পোষ্টমর্টেম করানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার