যশোরের অভয়নগরে পুলিশের বাধায় বিএনপির উঠান বৈঠক পণ্ড হয়ে হয়েছে বলে দলটির স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। রবিবার বিকেলে উপজেলা বিএনপির সহ-সভাপতি অভয়নগর উপজেলার চেয়ারম্যান নূরুল হক মোল্যার বাড়িতে এই বৈঠক শুরু হয়।
নূরুল হক মোল্যা দাবি করেন, উঠান বৈঠকের ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএন্ও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তারপরও মাগরিবের নামাজের পর পুলিশ গিয়ে বৈঠকে লাঠিচার্জ করে ও ২/৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। লাঠিচার্জে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
এদিকে অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন লাঠিচার্জ ও গুলিবর্ষণের কথা অস্বীকার করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে হাজারখানেক মানুষ নূরুল হক মোল্যার বাড়ির পেছনে মিটিং করছে। তখন পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে ইউএনও মো. শাহীনুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। মো. শাহীনুজ্জামান বলেন, ৫/৭ জন নিয়ে ঘরের মধ্যে বৈঠক করার অনুমতি নিয়েছিল তারা। কিন্তু এতো লোকসমাগমের বিষয়টি তারা জানায়নি। সে কারণে প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, লাঠিচার্জ বা গুলিবর্ষণের কোন ঘটনা ঘটেনি। বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে সেখান থেকে পুলিশ নিয়ে চলে আসি।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৮/মাহবুব